Image description
 

অবশেষে একটি আন্তর্জাতিক স্বীকৃতি মিলল ইসলঅমিক প্রজাতন্ত্র আফগানিস্তানের কট্টরপন্থী তালেবান সরকারের। তোও আবার বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার। প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে ভ্লাদিমির পুতিনের সরকার।

এ স্বীকৃতির অংশ হিসেবে রাশিয়ায় নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।
 

এমন সময় এই আন্তর্জাতিক স্বীকৃতি মিলল যখন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চার বছর পরও তালেবান আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি আমাদের দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তুলবে।’

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, স্বীকৃতির যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে রাশিয়া সবাইকে ছাড়িয়ে যাবে।

বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভের সঙ্গে বৈঠকের একটি ভিডিও পোস্ট করে আমির খান বলেন, ‘এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য উদাহরণ হবে।’

২০২১ সালের আগস্টে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করলে তালেবান গোষ্ঠী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। রাশিয়া তখন যুক্তরাষ্ট্রের এই প্রস্থানকে ব্যর্থতা বলে অভিহিত করে।

তালেবান প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু থেকেই উদ্যোগ নেয় রাশিয়া। ২০২২ ও ২০২৪ সালে রাশিয়ার অর্থনৈতিক সম্মেলনে তালেবান প্রতিনিধিরা অংশ নেয়, আর ২০২৪ সালের অক্টোবর মাসে তালেবানের শীর্ষ কূটনীতিক মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন।

(ঢাকাটাইমস