
রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক গভীর করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছুটা টানাপোড়েন শুরু হয় ভারতের। এমন প্রেক্ষাপটে এবার দুই দেশই সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনতে এগিয়ে এসেছে। ভারত ও যুক্তরাষ্ট্র এক দশক মেয়াদি প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে, যার মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন, সামরিক মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সহযোগিতা।
পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেদ এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শীঘ্রই এ চুক্তিতে স্বাক্ষর করবেন। ইতোমধ্যেই দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। চুক্তিতে জ্যাভেলিন অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল ও স্ট্রাইকার ইনফ্যান্ট্রি ভেহিকেল যৌথভাবে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এছাড়া ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস ও জিই অ্যারোস্পেস যৌথভাবে জেট ইঞ্জিন তৈরির জন্য সমঝোতার পথে এগোচ্ছে।
চুক্তির ফলে কেবল প্রতিরক্ষা সরঞ্জামের আদান-প্রদানই নয়, ভারত ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে আন্তঃকার্যকারিতা ও কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। চীনের প্রভাব মোকাবেলায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথভাবে কাজ করার দিকেও জোর দিচ্ছে দুই দেশ।