
পারমাণবিক নিরস্ত্রীকরণের ওপর জোর দেওয়ার জন্য কোয়াডের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার (৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীরা ওয়াশিংটনে তাদের বৈঠকে গৃহীত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার কয়েকদিন পর পিয়ংইয়ংয়ের এ প্রতিক্রিয়া এলো।
উত্তর কোরিয়ার মন্ত্রণালয় কোয়াডের এই পদক্ষেপকে ‘গুরুতর রাজনৈতিক উস্কানি’ বলে অভিহিত করেছে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
‘বল প্রয়োগ করে বা জোরপূর্বক উপায়ে’ কোরীয় উপদ্বীপের ‘বিদ্যমান পরিস্থিতি একতরফাভাবে পরিবর্তন করার চেষ্টা’র অভিযোগ এনেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘উত্তর কোরিয়ার বিরুদ্ধে শত্রুতাপূর্ণ অভিপ্রায় স্পষ্টভাবে প্রকাশ করার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও এবং প্রত্যাখ্যান করছে পিয়ংইয়ং। এর ফলে নেতিবাচক পরিণতি হতে পারে—সে বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। ‘
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি বানোয়াট ‘সাইবার হুমকি’র তৈরি করেছে।
মার্কিন বিচার বিভাগ গত মাসে উত্তর কোরিয়ার তথাকথিত ‘আইটি কর্মী' প্রোগ্রামকে লক্ষ্য করে গ্রেফতার ও অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে। এতে অভিযোগ, উত্তর কোরীয়রা মার্কিন কোম্পানিগুলোতে দূরবর্তী আইটি-সম্পর্কিত পদে নিযুক্ত হয় এবং সেই অ্যাক্সেস ব্যবহার করে বিশ্বের বিভিন্ন কোম্পানি থেকে অর্থ এবং তথ্য চুরি করে।
উল্লেখ্য, কোয়াড অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং যুক্তরাষ্ট্র— চারটি দেশের একটি অনানুষ্ঠানিক কৌশলগত ফোরাম। এর মূল লক্ষ্য হল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি মুক্ত, উন্মুক্ত, এবং সমৃদ্ধশালী অঞ্চল গড়ে তোলা।