দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫।
শান্তর বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। সেখানকার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পান। রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এ বছর গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।
জানা গেছে, মেডিকেল ভর্তি পরীক্ষার এক মাস পূর্বে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন জাহাঙ্গীর আলম শান্ত। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শান্ত এইচএসসিতে সাধারণ গ্রেডে বৃত্তিও পেয়েছিলেন।
শান্তর ফেসবুক অ্যাকাউন্ট ঘেটে দেখা গেছে, গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জাহাঙ্গীর আলম শান্ত জানান, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে এক সপ্তাহ যাবত শয্যাশায়ী। সকলের নিকট দোয়ার আর্জি।’
এর আগে গত ৭ ডিসেম্বর অপর এক পোস্টে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে, আমি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় সাধারণ গ্রেড বোর্ড বৃত্তি পেয়েছি।’
এবারের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%)। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১.৭৯%) জন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন।
ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)।