Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কেন্দ্রীয় সংসদ। 

নোটিশ পাওয়া নেতারা হলেন- চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ রেদোয়ান, জামাদিউল আউয়াল সুজাত এবং সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম।

শনিবারের জারি করা নোটিশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে হবে। এ সময়ের মধ্যে তাদেরকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশটি প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে ইট দিয়ে মাথায় আঘাতের অভিযোগ উঠে ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। বুধবার মধ্যরাতে ২ নম্বর গেট এলাকায় চারুকলা বিভাগের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, ছাত্রদলের বহিষ্কৃত ‘মামুন গ্রুপের’ অনুসারীরা তাকে টার্গেট করে হামলা চালিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী হাটহাজারী থানায় ৬ জনের নামে উল্লেখ করে ও ১৫/২০ কে অজ্ঞাতনামা রেখে লিখিত অভিযোগ দায়ের করেছেন।