
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদের নির্বাচনে সুশৃঙ্খল ভোটের জন্য সংশ্লিষ্টদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাকসু নির্বাচন কমিশন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জমান ও সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, দীর্ঘ ৩৩ বছর পর বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদের নির্বাচন গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ পরবর্তী ম্যানুয়েল পদ্ধতিতে ভোট গণনা শেষে ইতোমধ্যে ফলাফলও প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাকসু এবং হল সংসদের নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্বাচন কমিশন গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করছে।
নির্বাচনী কার্যক্রমে সংশ্লিষ্টগণ বিশেষত ভোট গণনা ও ফলাফল প্রকাশের সঙ্গে যুক্ত হল প্রভোস্ট, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্টগণের পরিশ্রম ছিল লক্ষ্যণীয়। ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা কাজে তাদের অপরিসীম অবদান নির্বাচন কমিশন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। নির্বাচন কমিশন মনে করে, সকলের দৃঢ় ইচ্ছা এবং সংকল্পের ফলে সুষ্ঠুভাবে পক্ষপাতহীন- গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে।
নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিও নির্বাচন কমিশন গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। নির্বাচন কমিশন জাকসু এবং হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে ধন্যবাদ জানাচ্ছে। একইসাথে, ভোটকেন্দ্রে সুশৃংঙ্খলভাবে ভোট প্রদান করার জন্য ভোটারগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।