Image description

প্রীতিলতা হল সংসদে প্যানেল দিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা। সংগঠনটির ১৬ জন মনোনয়নপত্র নিয়েছেন।

এতে সহ-সভাপতি (ভিপি) পদে হিসাববিজ্ঞান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের মিজবাহুল জান্নান তারিন, সাধারণ সম্পাদক (জিএস) পদে আরবি বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের নাদিয়া সুলতানা তাসনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের আফরিদা রিমা লড়বেন।

এর আগে সোমবার মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে সর্বমোট মনোনয়ন সংগ্রহ করেছেন ১৪১ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৭১ জন। হল সংসদে ৭০ জন। ছাত্র হলে ২৫ জন এবং ছাত্রী হলে ৪৫ জন মনোনয়ন নিয়েছেন। আর রোববার প্রথম দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেই হিসেবে প্রথম দুই দিনে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৫, ১৬, ১৭ সেপ্টেম্বর। মনোনয়ন যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর (রোববার) অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।