
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ঢাবিতে মোহাম্মদ আলী জিন্নাহ এবং আল্লামা ইকবালের নামে নতুন হল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। এছাড়া, তিনি শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তনের দাবি করেছেন। তিনি বলেন, আমি নির্বাচিত হই বা না হই, এ দুই হলের নাম পরিবর্তন করা হবেই।
রবিবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের (২০১৬-১৭ সেশন) ও মাস্টার দা সূর্যসেন হলের এ শিক্ষার্থী এসব দাবি জানান।
ফেসবুকে তিনি বলেন, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রনায়ক মুসলিম জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ আলী জিন্নাহ এবং আল্লামা ইকবাল এর নামে নতুন হল প্রতিষ্ঠা করতে হবে। উনারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বেঁচে ছিলেন না, তারপরেও তাদের নাম মুছে ফেলা হয়েছিল মুসলিম বিদ্বেষ থেকে। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা অবদান না রাখলে আমরা পাকিস্তান পেতাম না, আর পাকিস্তান প্রতিষ্ঠা না হলে আমাদের অবস্থা কাশ্মির,হায়দ্রাবাদ ও সিকিমের মতই হতো। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠায় অবদান রাখা মুসলিম জাতীয়তাবাদী এই দুই নেতার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি নতুন হলের নামকরণ করতে হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের পাশাপাশি ১৯৪৭ সালকে স্বীকৃতি দিতেই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ঢাবিকে দায়মুক্তি দিতে হবে মুসলিম বিদ্বেষের। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম জাতীয়তাবাদী নেতারাই প্রতিষ্ঠা করেছেন। শিকড়কে ভুলে যাওয়া বেঈমানি। এই বেঈমানি আর আমরা চাইনা,আমরা আমাদেরকে দায়মুক্ত করতে চাই। আমি ভিপি নির্বাচিত হলে মুসলিম জাতীয়তাবাদী নেতা আল্লামা ইকবাল ও মোহাম্মদ আলী জিন্নাহর নামে নতুন দুইটি হল ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ।
আবদুল ওয়াহেদ আরও বলেন, ১৯৪৩ সালে সাম্প্রদায়িক হামলায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ শহীদ নজির আহমদকে স্বীকৃতি দিতে হবে।
ঢাবির দুই হলের নাম পরিবর্তনের বিষয়ে মন্তব্য করে আবদুল ওয়াহেদ বলেন, জুলাই বিপ্লবে নিষিদ্ধ লীগের কাল্ট ফ্যাসিস্ট মুজিব ও তার মেয়েকে পরাজিত করা হয়েছে দুই হাজারের বেশি শহীদদের ত্যাগ ও ৫০ হাজারের বেশি আহতদের রক্তের বিনিময়ে। ১ বছর অতিবাহিত হওয়ার পরেও ঢাবি প্রশাসন ফ্যাসিস্ট মুজিব ও তার স্ত্রীর নামের হল পরিবর্তন না করে জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করেছে। আমি নির্বাচিত হই বা নই এই দুইটা হলের নাম পরিবর্তন করা হবেই। কোনো ফ্যাসিস্ট ও খুনি পরিবারের কারো নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হলের নাম থাকতে পারবে না।
উল্লেখ্য, বিপ্লবী ছাত্র পরিষদ খোমেনি এহসান কর্তৃক প্রতিষ্ঠিত জাতীয় বিপ্লবী পরিষদের ছাত্র সংগঠন।