Image description

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক দলের সরকারের মতো কর্মকাণ্ড আশা করলে হবে না। ফলে এই সরকার যত বেশি ক্ষমতায় থাকবে তত বেশি দুর্বলতা প্রকাশ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, এক বছর আগে বলেছিলাম নির্বাচন বানচালে অদৃশ্য শক্তি কাজ করছে। তা সাম্প্রতিক সময়ে দৃশ্যমান হচ্ছে আপনারা দেখছেন। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠার কাজ করছে, তখন কোন কোন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ আদায়ে নানা শর্ত আরোপ করছে।

 

সকলকে সাবধানে থাকতে হবে আসন্ন নির্বাচনে নানা ষড়যন্ত্র হতে পারে, তা মোকাবেলা জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে।