Image description

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে এ বিষয় নিয়ে করা এক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানিয়ে দলটি প্রশ্ন করেছে, সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারে না, নির্বাচন করবে কীভাবে?

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় সংবাদ সম্মেলনটি করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনিই নির্বাচন নিয়ে প্রশ্নটি করেন।  

 

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যে সরকার (অন্তর্বর্তী) একটি বাসস্ট্যান্ড চাঁদাবাজি থেকে রক্ষা করতে পারে না সেই সরকার কীভাবে এত বড় নির্বাচন করবে? নির্বাচন হয়ে যাওয়ার পর দুঃখ প্রকাশ করে বলবে, ‘এভাবে নির্বাচন দিতে চাইনি’ এটা হবে না।

তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত।  

তিনি এ বিষয়ে বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে ভোটের বিষয়ে গণভোট আয়োজন করতে। নির্বাচন অঞ্চলে কেউ বাধা দিচ্ছে কিনা এ বিষয়েও তার কাছে জানতে চেয়েছি।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার বিষয়েও কথা বলেন জামায়াতের নায়েবে আমির। তিনি বলেন, তার ওপর যে হামলা হয়েছে তার ষড়যন্ত্র অনেক গভীরে। এটি উদঘাটন করে ব্যবস্থা নিতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদের সহযোগী ছিল জাতীয় পার্টি। তাই তাদের নিষিদ্ধ করা যেতে পারে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে বলেছি।