
রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় হঠাৎ করেই ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয়।
মিছিল শেষ হওয়ার পর এটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ককটেল বিস্ফোরণেরও অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে বলে জানতে পারি। তবে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছালে কাউকে আর পাওয়া যায়নি। তারা সবসময় অল্প সময়ের জন্য মিছিল করে।
ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরাও শুনেছি, তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, নিষিদ্ধ ঘোষণার পরও আওয়ামী লীগের এমন আকস্মিক মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ রাজধানীর নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে।