Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে ফের সংঘর্ষ চলছে শিক্ষার্থীদের।

রোববার দুপুরে এ সংঘর্ষ শুরু হয়।

এদিন ক্যাম্পাসের নিরাপত্তাসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যেই সংঘর্ষ শুরু হয়। 

এর আগে গতকাল শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শনিবার রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে প্রায় ২০ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শীর্ষনিউজ