Image description

পিরোজপুরে চলমান এইচএসসি পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে পালালেন মো. ফারদিন খলিফা (১৮) নামের এক শিক্ষার্থী। মঙ্গলবার ইন্দুরকানী উপজেলার এফ করিম আলিম মাদ্রাসায় ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। 

ফারদিন খলিফা শংকরপাশা ইউনিয়নের বাসিন্দা ও ইন্দুরকানী সরকারি কলেজের পরীক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় পর ফারদিন বহিষ্কার এবং দায়িত্বরত দুই কক্ষ প্রত্যবেক্ষককে (ইনভিজিলেটর) অব্যাহতি দিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি।

কক্ষ প্রত্যবেক্ষক চঞ্চল কুমার হালদার জানান, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে ৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফারদিন খলিফা উত্তরপত্র নিয়ে পালিয়ে যান। পরে ১০ কিলোমিটার দূরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছেন, এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই পরীক্ষার্থীর ফাইল থেকে উত্তরপত্রটি উদ্ধার করে। বোর্ডের নির্দেশে পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুজন কক্ষ প্রত্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা জানান, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছেন, এমন অভিযোগের পর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীকে বহিষ্কার ও কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুজন প্রত্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে ফারদিন খলিফা নামের ওই পরীক্ষার্থীর কাছ থেকে খাতা উদ্ধার করেছে। পরে বোর্ড কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।’