চাকরি, ব্যবসা, পোশাগত সমস্যা, পারিবারিক জীবনে অশান্তিসহ বিভিন্ন কারণে আমাদের মন মেজাজ খারাপ থাকে। মেজাজ খারাপ হলে এর প্রভাব পড়ে সব কাজের ওপর। এতে ঘুমও ভালো হয় না। তবে প্রত্যাহিক জীবনে কিছু কিছু অভ্যাস তৈরি করতে পারলেই মেজাজ দ্রুত ভালো করা সম্ভব।
গভীর শ্বাসের অভ্যাস
নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমায়। এই অভ্যাস স্নায়ুতন্ত্রকে শান্ত সংকেত পাঠায়। যার ফলে মন স্থির হয়।
নিয়মিত সূর্যের আলোতে যান
প্রাকৃতিক আলোর ঝলক সেরোটোনিন মানে গুড হরমোন বাড়ায়। খুব মেজাজ খারাপ হলে জানালার কাছে দাঁড়ালেও সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে যায়।
দ্রুত কাঁধ ঘোরান
কাঁধে টান লাগলে পিঠের উপরের অংশ শিথিল হয়। সেই সঙ্গে শরীরে জমে থাকা চাপ কমে। মাত্র কয়েক সেকেন্ডের এই ব্যায়ামে শরীর হালকা বোধ করে।
এক গ্লাস পানি পান করুন
অনেক সময় পানিশূন্যতার কারণে শরীরে বিরক্তি তৈরি হয়। এমন হলে দ্রুত এক গ্লাস পানি পান করুন। এতে শরীর ও মস্তিষ্ক সতেজ হয়ে উঠবে।
নিজের প্রশংসা করুন
আজ আমি সেরাটা দিচ্ছি -এর মতো ছোট ইতিবাচক কথা মন ভালো করে দেবে। সেই সঙ্গে মানসিক দৃঢ়তা বাড়াবে।