Image description

অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে এক সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা আফসানা মিমি। পরিচালনাতেও নিয়মিত নন। কিছুদিন আগে ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। এই তারকা জানালেন, দুই সপ্তাহের বেশি সময় তার ছদ্মবেশে কেউ একজন বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত সবাইকে ফেসবুকে বন্ধু হওয়ার আহবান জানাচ্ছেন। আফসানা করিম মিমি নামে এই আইডি থেকে পাঠাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্টও। শুধু তাই নয়, মেসেঞ্জারেও খুদে বার্তা পাঠানো হচ্ছে তাকে। মিমি বলেন, প্রথমে আমি বিষয়টা বুঝতেই পারিনি। বন্ধু-শুভাকাঙ্ক্ষী এবং স্বজনরাই  আফসানা মিমির নামে চালু হওয়া ওই ফেসবুক আইডির কথা জানিয়েছেন আমাকে। এমন ঘটনা ঘটছে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে। বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত কিছু ফেসবুক ব্যবহারকারী বিষয়টা লক্ষ করেছেন করেছেন সবার আগে। 

আফসানা মিমি বলেন, ‘এটা ভুয়া। আমি কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি না। কে বা কারা এসব করছে, তা আমি জানি না।’ বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, মিমির নামে চালু হওয়া আইডিটি সম্পূর্ণ মিথ্যা এবং কেউ না কেউ এটিকে ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করছে।