Image description

ভোজ্যতেলের বাজারে হঠাৎ মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, সরকারকে না জানিয়ে ব্যবসায়ীরা যদি একতরফাভাবে দাম বাড়িয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি  বলেন, সরকার তেলের দাম বাড়ানোর কোনো অনুমতি দেয়নি এবং এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সব কোম্পানি মিলে সমন্বিতভাবে দাম বাড়িয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, আইন ভঙ্গের অভিযোগে অবশ্যই তাদের বিরুদ্ধেব্যবস্থা নেব। 

ভোজ্যতেল ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন জানায়, দাম বাড়াতে মন্ত্রণালয় অনুমতি লাগে না। এ বিষয়ে বাণিজ্য সচিব বলেন, এটি তাদের ব্যক্তিগত মত, সরকার এ বক্তব্য স্বীকার করে না।

সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার যে সক্রিয় আছে তা তুলে ধরে উপদেষ্টা জানান, মঙ্গলবার ক্রয় কমিটিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল ও ১ কোটি লিটার রাইসব্রান তেল কমদামে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, সরকারের ক্রয়মূল্য এখনকার বাজারদামের চেয়ে প্রতি লিটারে ২০ টাকা কম। ফলে বাজারে অতিরিক্ত দামে বিক্রির কোনো যুক্তি নেই। ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "নিয়ন্ত্রণ আছে কি নেই, তা আমরা পদক্ষেপের মাধ্যমেই দেখিয়ে দেব।"