
দেশের মোট রপ্তানির প্রায় ৫ শতাংশই লেনদেন হয় এক্সিম ব্যাংকের মাধ্যমে। তাই দুই বছরের সময় দিলে ব্যাংকটি শতভাগ ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন। তিনি বলেন, ‘খেলাপি ও মন্দ ঋণ আদায়ে ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে।’
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূতকরণের আনুষ্ঠানিকতায় আজ (রোববার, ৩১ আগস্ট) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকের কথা ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের। তবে অসুস্থ থাকায় গভর্নর বৈঠকে উপস্থিত হতে পারেননি।
ফলে সকাল থেকে দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করার পর চলে যান এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা।
বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর সময় দিলে আগামীকাল কিংবা পরশু আবার বৈঠক হবে।’
তিনি বলেন, ‘বর্তমানে ব্যাংক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিশাল গ্রাহকভিত্তি থাকার কারণে সামনে আরও ইতিবাচক অগ্রগতি হবে।’
এদিকে সভার সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার গভর্নরের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের।