
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যলারিতে শুরু হল শিল্পী আবদুল্লাহ আল বশিরের ‘ইভোলিউশন’ শীর্ষক প্রদর্শনী। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল ও শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বার্ক আলভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান আনিসের উপস্থিতিতে প্রদর্শনীটির উদ্বোধন হয়।
এবারের প্রদর্শনীতে রয়েছে তার উডকাট প্রিন্ট। তার পরীক্ষা ও গবেষণামূলক প্রতিটি কাজেই বিশদ বিবরণ এবং রঙের ব্যবহার লক্ষণীয়। কাজগুলোর রঙের ক্ষেত্রে পরিপক্বতা তুলনাহীন। তিনি এই ধারাবাহিক শিল্পকর্মে রূপকভাবে ‘জাহাজ’ ব্যবহার করেছেন। এখানে তিনি মহাবিশ্ব, রাষ্ট্র, সমাজ এবং নিজের আত্মকে সেই জাহাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যা ভেঙে পড়ে এবং এখন স্থির। এটি তার দ্বিতীয় একক প্রদর্শনী।
প্রথমটি ২০১১ সালে জয়নুল গ্যালারীতে ‘ভিউয়িং ডেপথ’ শিরোনামে অনুষ্ঠিত হয়েছিল। তিনি প্রায় ৪১টি গ্রুপ প্রদর্শনী করেছেন। প্রদর্শনীটি চলবে বুধবার ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।