নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিন মানুষ ভোট দিতে পারেনি। দেশের মানুষ ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীদের ভোট দিতে মুখিয়ে আছে।
শনিবার (৩১ জানুযারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বিভিন্ন পথসভা ও গণসংযোগের সময় দুলু এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত রাখতে দিনের ভোট রাতে এবং ডামির ভোট করত। মানুষ আর এমন পাতানো নির্বাচন চায় না। মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।
দুলু বলেন, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের চিত্র পালটে গেছে। মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে। তিনি জনসংযোগ ও জন সমাবেশ শুরু করায় মানুষ এখন ঐক্যবদ্ধ। আগামী দিনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।
আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি, ওজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, নলডাঙ্গার বিএনপির নেতা শফিকুল ইসলাম বুলবুল ও হুমায়ন শিকদার প্রমুখ।