Image description
 

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ওমর ফারুক ওরফে বায়জিদ (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকাল সাড়ে তিনটায় টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের ভাড়াটিয়া বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ কলাপাড়া থানার পুলিশ  উদ্ধার করেছে৷ মৃত বায়জিদ টিয়াখালীর রজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে , বায়জিদ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় এক বছর আগে একই  এলাকার ইটবাড়িয়া গ্রামের নাহিদা আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এজ পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন । এক সপ্তাহ আগে  স্ত্রী নাহিদা রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় বায়জিদ থানায় সাধারন ডায়েরী করেন। আজ শনিবার দুপুরের দিকে শুধুমাত্র বায়জিদ ও তার মা ঘরে ছিলেন। এক পর্যায়ে  তিনি তার মায়ের অগোচরে নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 
বায়জীদের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে অভিমান করে বায়জিদ আত্মহত্যা করেছেন।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।