বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল গণভোটে প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও গোপনে ‘না’ ভোটের প্রচার চালাচ্ছে। তিনি বলেন, ‘কেউ প্রকাশ্যে এক কথা আর গোপনে আরেক কথা বললে তাকে কী বলা যায়? কোনো মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ আর তাদের মেনে নেবে না।’
শনিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে এক নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের উদ্যোগে স্থানীয় এইচজে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
১১ দলীয় বলেন, একটি দল নিজেদের ঘৃণ্য পরাজয় দেখতে পেয়ে ভীরু-কাপুরুষের মতো নারীদের গায়ে হাত তোলার মতো ঘৃণ্য কাজ করে যাচ্ছে। কেউ যদি আমার মায়ের দিকে, বোনের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকায়, কেউ যদি মেয়েদের হিজাব নিয়ে টানাটানি করে, আপনারা তার হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উপড়ে ফেলবেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আবার নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাহলে যে আগুন জ্বলবে, সেই আগুন নেভানোর কেউ থাকবে না।
ভোটারদের উদ্দেশে মামুনুল হক বলেন, আপনারা ভোট দেবেন, পাহারাদারি করবেন। কোনো ভোটচোর চুরি করতে এলে তাদের প্রতিহত করতে হবে।