মির্জা গালিব
এইবার নির্বাচনে ভোটার উপস্থিতি যেন অনেক অনেক বেশি হয়। দুইটা কারনে এইটা প্রয়োজন।
এক, অধিক ভোটার উপস্থিতি মানে খুনী ফ্যাসিস্টদের পিছনে ফেলে বাংলাদেশ নয়া বাংলাদেশ হবার জন্য আগায়ে যাইতে রেডি।
দুই, বেশি লোক ভোট দিতে গেলে ভোট চুরির এবং ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির সম্ভাবনা কমবে।
আমরা যদি বাংলাদেশের একটা ভাল ভবিষ্যৎ চাই, সবাই মিলে ১২ তারিখ ভোট দিতে যেতে হবে। এবং অবশ্যই গণভোটে "হ্যাঁ" ভোট দিতে হবে।
একটা সুষ্ঠু নির্বাচন না থাকার কারনেই হাসিনা ফ্যাসিস্ট হইতে পারছিল। আমাদের এই নির্বাচনকে সুষ্ঠু করতেই হবে। ভোটার উপস্থিতিত অনেক অনেক হইলে নির্বাচন সুষ্ঠু হবার চান্স অনেক বেড়ে যাবে।
আপনি যারে পছন্দ হয় তারে ভোট দিয়েন, কিন্তু ভোট কেন্দ্রে অবশ্যই অবশ্যই যাবেন প্লিজ।