কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২০ মিনিট পরেও পরীক্ষায় বসেছেন এক শিক্ষার্থী। তবে গতকাল ‘এ’ ইউনিটের পরীক্ষায় পাঁচজন ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি বেল জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘নির্দিষ্ট হলের দায়িত্বরত কর্তৃপক্ষ চাইলে কাউকে পরীক্ষায় বসার অনুমতি দিতে পারে। তবে সেখানে গুড ফেইথ থাকতে হবে।’
গতকাল কেন পাঁচজন শিক্ষার্থীকে কেন অনুমতি দেয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, ‘নির্দিষ্ট হলের পরিচালক এটা সিদ্ধান্ত নিতে পারেন। এক্ষেত্রে শিক্ষার্থীর ইল মোটিভ আছে কিনা দেখতে হবে।’
একজন শিক্ষার্থীর ইল মোটিভ বা গুড ফেইথ আছে কিনা সেটা এত কম সময়ের মধ্যে কীভাবে যাচাই করেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভর্তিচ্ছুদের সাথে কথা বলে নির্দিষ্ট হলের অথোরিটি সেটা যাচাই করবেন।’