Image description

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান রেলগেট এলাকায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে এ সংঘর্ষে অন্তত সাতজন জামায়াত কর্মী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, দুই পক্ষই অভিযোগ করছে তাদের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। রাজনৈতিক দলগুলোর কাছে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি।

জামায়াতে ইসলামী–সমর্থিত চট্টগ্রাম–১০ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামসুজ্জামান হেলালীর নির্বাচনি গণসংযোগে হামলার অভিযোগ ওঠে। বাদ এশা আমবাগান এলাকায় গণসংযোগ চলাকালে হঠাৎ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে প্রচারণাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে বিএনপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ পাওয়া গেছে। তারা বলছে, জামায়াতই তাদের অফিস ভাঙচুর করেছে।

আহতরা হলেন- জামায়াতের এরশাদ উল্লাহ, গোলাম মঞ্জুর মোরশেদ, বারাকাত উল্লাহ, মো. বাহার, জসিম উদ্দিন, মহিবুল্লাহ ও মো. আরিফ। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হামলার পর প্রার্থী শামসুজ্জামান হেলালী অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছে। শুধু মারধরই নয়, হামলাকারীরা আমাদের সাতটি মোবাইল ফোন, প্রচারণায় ব্যবহৃত দুইটি হ্যান্ড মাইক ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে বিরোধী প্রার্থীদের জনপ্রিয়তা দেখে একটি মহল এখন সচেতনভাবে সহিংসতা ছড়াচ্ছে, ভয়ভীতি সৃষ্টি করছে।

হামলার পর আমবাগান রেলগেট এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না কিংবা কাউকে আটক করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো পুলিশ কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি।

হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত। দলটির নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, নির্বাচনি পরিবেশ নষ্ট করতে এ ধরনের হামলা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি।

জানতে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।