Image description

যেই দল আমাদের দেশকে, স্বাধীনতাকে বিশ্বাস করে না। তাদের ভোট দিয়ে আমারা কি দেশটার সর্বনাশ করবো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও সদরের ২৯ মাইল এলাকার বিডি স্কুলমাঠে নির্বাচনী সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।তিনি বলেন, ‘জিয়াউর রহমান আমাদের দল তৈরি করেছেন। তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন। আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম। পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। পাকিস্তান আমাদের ওপর খুব অত্যাচার করেছিলো। সেই সময় পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করেছে। আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তারা এখন ভোট চাচ্ছে, দেশ চালাবে। তাদের ভোট দিয়ে আমারা কি দেশটার সর্বনাশ করবো; করবো না।’

 

ফখরুল বলেন, ‘আমাদের বুঝতে হবে। আমরা ১৯৭১ সালকে মাথায় উঁচু করে রাখতে চাই, কারণ সেটাই আমাদের অস্তিত্ব। বাংলাদেশের অস্তিত্ব।’

তিনি বলেন, ভোট দিয়ে দেশের সরকার নির্বাচন করবে। অন্যান্য সময়ের চেয়ে এবারেরটা একটু অন্য রকম। আগে নৌকা ছিলো আর ধানের শীষ। এখন নৌকা নাই, নৌকার যিনি কাণ্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশে নেই।
 

তিনি আরও বলেন, ‘উনি আপনাদের ফেলে ভারতে চলে গেছেন। দিল্লিতে গিয়ে বসে আছেন। আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। এখন আবার নতুন একটা মার্কা আসছে আমাদের সামনে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আপনাদের ছেলে প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছে। দেলাওয়ার ভালো ছেলে, অল্প বয়স। আমরা কোনো পার্টির বদনাম করতে চাই না। আমরা কাজ করতে চাই।’