বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলটির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি দল যাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই। তারা ধর্মের উছিলায় রাজনীতি করছে। আগামীতে জনগণ দেশের মালিকানা ফেরত পাবে। দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে। এমন সংবিধান প্রণয়ন করা হবে, এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে।
সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন। তিনি দেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। তিনি বিএনপি ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও জানান।
শীর্ষনিউজ