নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়ে হামলা, গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একদল দুর্বৃত্ত অফিসের আসবাবপত্র, সিসি ক্যামেরা এবং বাইরে রাখা যানবাহন ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ফতুল্লার শিবুমার্কেট কায়েমপুর বটতলা এলাকায় এবিসি স্কুলের পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ১৫ থেকে ২০ জনের একটি দল রাতে গুলি করে ও দেশীয় অস্ত্র নিয়ে ওই কার্যালয়ে হামলা চালায়। অফিসটি তখন তালাবদ্ধ ছিল। হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে এবং সিসি ক্যামেরা ভেঙে ফেলে।
এ সময় অফিসের সামনে রাখা তিন থেকে চারটি ওষুধবাহী পিকআপ ও একটি সিএনজি অটোরিকশাও ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের সবার মাথা ও মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, শিবুমার্কেট কায়েমপুর বটতলা এলাকায় চাঁদাবাজি, জমি দখল এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে এসকে শাহীনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। একই ইস্যুতে কুতুব আইল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীর সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলায় জড়িতদের পরিচয় নিশ্চিত না হওয়ায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল মান্নান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।