আওয়ামী লীগ এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে লেখালেখি করার কারণেই তাকে গুম করা হয়েছিল বলে অভিযোগ করেছেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান।
রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ সাক্ষ্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
হাসিনুর রহমান জানান, ২০১৮ সালে তাকে গুম করে ডিজিএফআইয়ের জেআইসি সেলে দীর্ঘদিন বন্দি রাখা হয়। ওই সময়ে তিনি যে ভয়াবহ নির্যাতন ও মানসিক চাপের মধ্য দিয়ে গেছেন, তার বিস্তারিত বিবরণ আদালতে তুলে ধরেন তিনি।
সাক্ষ্যে তিনি আরও অভিযোগ করেন, জিজ্ঞাসাবাদের সময় জেনারেল আজিজ আহমেদ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে সমালোচনা করার কারণেই তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে।
জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন হাসিনুর রহমান। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান মোট ১২ জন সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
এদিকে, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ টানা তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে চিকিৎসা গ্রহণের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল।
শীর্ষনিউজ