Image description
 

আওয়ামী লীগ এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে লেখালেখি করার কারণেই তাকে গুম করা হয়েছিল বলে অভিযোগ করেছেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান।

রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ সাক্ষ্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

হাসিনুর রহমান জানান, ২০১৮ সালে তাকে গুম করে ডিজিএফআইয়ের জেআইসি সেলে দীর্ঘদিন বন্দি রাখা হয়। ওই সময়ে তিনি যে ভয়াবহ নির্যাতন ও মানসিক চাপের মধ্য দিয়ে গেছেন, তার বিস্তারিত বিবরণ আদালতে তুলে ধরেন তিনি।

সাক্ষ্যে তিনি আরও অভিযোগ করেন, জিজ্ঞাসাবাদের সময় জেনারেল আজিজ আহমেদ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে সমালোচনা করার কারণেই তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে।

জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন হাসিনুর রহমান। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান মোট ১২ জন সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

এদিকে, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ টানা তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে চিকিৎসা গ্রহণের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল।

শীর্ষনিউজ