Image description
 

আফগানিস্তানে টানা তুষারপাত ও ভারি বৃষ্টির ফলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মাত্র তিন দিনে দেশটিতে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। প্রাকৃতিক দুর্যোগে আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অন্তত ৪৫৮টি বাড়ি।

 

গত শনিবার আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) এসব তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি।

 

এএনডিএমএ জানায়, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের মধ্য ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক মানচিত্রে জানায়, প্রাথমিক হিসাবে দুর্যোগে অন্তত ১১০ জন আহত হয়েছেন এবং ৪৫৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এএনডিএমএ-এর মুখপাত্র এক ভিডিও বার্তায় বলেন, ‘এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৩৬০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি তুষারাচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ সড়কে অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ঘরের ছাদ ধসে পড়া এবং তুষারধসের কারণে। পাশাপাশি তীব্র শীত ও হিমাঙ্কের নিচে তাপমাত্রার ফলে অনেক মানুষ ঠান্ডাজনিত রোগ ও ফ্রস্টবাইটে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।