বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় এলে শরীয়তপুরের মানুষের প্রধান দাবি নদীভাঙনের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুরে অবস্থিত আব্দুল হাফেজ সরদার আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুর জেলার অধিকাংশ এলাকা পদ্মা ও মেঘনা নদীর তীরবর্তী হওয়ায় প্রতি বছর নদীভাঙনে হাজারো পরিবার সর্বস্ব হারাচ্ছে। বসতভিটা, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে মানুষ চরম অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়ছে। অথচ এ সমস্যার কোনো স্থায়ী ও সুপরিকল্পিত সমাধান আজও দৃশ্যমান নয়।
তিনি আরও বলেন, নদীভাঙন শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি বড়ো সামাজিক ও অর্থনৈতিক সংকট। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিজ্ঞানসম্মত নদীশাসন, টেকসই বাঁধ নির্মাণ এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিশ্চিত করে এ সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচন প্রসঙ্গে অপু বলেন, শরীয়তপুর-৩ আসনের মানুষই আমার পরিবার। অল্প সময়েই তারা আমাকে আপন করে নিয়েছে, যা তাদের ভালোবাসা ও আস্থার প্রমাণ। গ্রাম থেকে গ্রামান্তরে গণসংযোগে মানুষের সাড়া অত্যন্ত আশাব্যঞ্জক।
তিনি জানান, গণসংযোগকালে সাধারণ মানুষ নদীভাঙনের পাশাপাশি কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সমস্যার কথাও তুলে ধরছেন। এসব সমস্যা সমাধানে জনবান্ধব ও দায়বদ্ধ রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিআইএম মহিতুল গণি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহমেদ এবং আলাওলপুর ইউনিয়নের চেয়ারম্যান ওসমান গনি বেপারীসহ স্থানীয় বিএনপি নেতারা।