Image description

‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিলস-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় বসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ২টায় রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন পার্কে এই মত বিনিময় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের নাম ‘মিট অ‍্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’।

প্রায় আড়াই হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে ১০ জনকে এই অনুষ্ঠানের জন্য নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে তরুণদের আগামী দেশ গড়ার ভাবনা, বিভিন্ন মতামত মনযোগ দিয়ে শুনছেন তারেক রহমান ও জাইমা রহমান।

তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়বে বিএনপি। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণদের মতামতকে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে দেখছে দলটি। কারণ আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে এই তরুণরাই।

শীর্ষনিউজ