Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে নিজ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগে গিয়ে ভোটারদের তিনি এই আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ যাতে ভোট দিতে যায় নির্বিঘ্নে, সেই পরিবশে থাকবে বলে প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয়, এ জন্য ভোটের দিন আমাদের কর্মীরা কেন্দ্রে কেন্দ্র গিয়ে পাহারা দেবে।
 
অনেকে মামলার হুমকি দিচ্ছে জানিয়ে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনের ১০ দলীয় ঐক্যের এই প্রার্থী বলেন, সমর্থকরা ১২ ফেব্রুয়ারি তাদের রায় জানাবে।

আরটিভি