শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর উত্তর ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর মহাখালী রেলগেট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হবে। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধর শাকসু বাস্তবায়নের দাবি উপেক্ষিত থাকায় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। মিছিল থেকে শাকসু নির্বাচন অবিলম্বে আয়োজনের জোর দাবি জানানো হবে।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর গতকাল শাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল, তবে গত সোমবার দুই প্রার্থী ও একজন শিক্ষার্থী রিট করায় হাইকোর্ট চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতের রায় দেন।