অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
এছাড়াও ইসলামী আন্দোলনের আব্দুল জলিল ‘হাতপাখা’, জামায়াতে ইসলামীর আবু তালিব ‘দাঁড়িপাল্লা’, গণফোরামের খনিয়া খানম ববি ‘উদীয়মান সূর্য’ ও জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু ‘লাঙ্গল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনজন; কিন্তু কাউকে মনোনয়ন না দিয়ে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে এ আসনের বিএনপির প্রার্থী হয়েছেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন সাইফুল ইসলাম ফিরোজ। এতে বিপাকে পড়তে পারেন তিনি।
নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করায় মঙ্গলবার (২০ জানুয়ারি) দল থেকে বহিষ্কার করে সাইফুল ইসলাম ফিরোজকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দল আমাকে বহিষ্কার করেছে। আমি এ আসনের সাধারণ মানুষের দাবিতে প্রার্থী হয়েছি। তিনজন মনোনয়ন প্রত্যাশীর কেউ মনোনয়ন পেলে আমি প্রার্থী হতাম না; কিন্তু বহিরাগত ব্যক্তিকে এ আসনের মানুষের কাঁধে চাপিয়ে দিয়েছে। বিগত আন্দোলন-সংগ্রামে এ আসনের মানুষের পাশে ছিলাম। আগামীতেও সুখে-দুখে থাকতে চাই। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ প্রমাণ করবে।
এর আগে সাংবাদিকদের মতবিনিময়ে বিএনপি প্রার্থী রাশেদ খান বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। আগামীতে সাধারণ মানুষ বিএনপিকে ভোট দিয়ে জয়লাভ করাবে। আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।