আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইইউ অবজার্ভারদের সঙ্গে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় (২০ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন ২০২৬-এর দুজন বিশেষ অবজার্ভার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তারা এনসিপির ইলেকশন পর্যবেক্ষণ ও প্রশিক্ষণ উপকমিটির প্রধান এড হুমায়রা নূর এবং সদস্য সচিব আরিফুর রহমান তুহিনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচন ঘিরে বিদ্যমান শঙ্কা, পর্যবেক্ষণ প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
শীর্ষনিউজ