Image description

সিলেট জজ কোর্টের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট নুরে আলম সিরাজীকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যার দিকে জালালাবাদ থানা এলাকার তেমুখী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তিনি সিলেট জজ কোর্ট থেকে নিজ বাড়ি ফিরছিলেন। তার বাড়ি জালালাবাদ থানার সোনাতলা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, অ্যাডভোকেট নুরে আলম সিরাজীর বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানায় এবং সিলেটের জালালাবাদ থানায় দুটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।

অ্যাডভোকেট নুরে আলম সিরাজী আওয়ামী লীগ সরকারের শুরুর দিকে সিলেট জেলা জজ কোর্টের এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তবে ২০১৯ সালে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আটক নুরে আলম সিরাজীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, উপজেলা নির্বাচনের পর থেকে তিনি নিয়মিতভাবে আইন পেশায় যুক্ত ছিলেন। যাত্রাবাড়ী থানার মামলার বিষয়ে তারা অবগত নন।

এছাড়া সিলেটের একটি মামলায় বাদী আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন, ওই ঘটনার সঙ্গে নুরে আলম সিরাজীর কোনো সংশ্লিষ্টতা নেই।