Image description
 

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের পৌর ৫নং ওয়ার্ড সভাপতি ও চরফ্যাশন উপজেলা সহ- সভাপতি মাওলানা আজহারুল ইসলাম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

 

সোমবার(১৯ জানুয়ারি) জামায়াতে ইসলামী'র দলীয় ফরম পূরণ করে তিনি দলটিতে যোগদান করেন। চরফ্যাশন পৌর জামায়াতের কর্ম পরিষদ সদস্য জয়নাল আবেদীন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, মাওলানা আজহারুল ইসলাম দীর্ঘ সময় চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের রাজনীতিতে চরফ্যাশনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। 
এ বিষয়ে ইসলামী আন্দোলন ভোলা জেলা জেলা দক্ষিণের সেক্রেটারী মাওলানা আব্বাস উদ্দিন বলেন, উনি আমাদের আগের সেশনের কমিটিতে ছিলেন, বর্তমান কমিটিতে নেই।