Image description
 

আগামী শনিবার সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

 

দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এ জনসভা আয়োজন করা হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসভা শেষে ডা. শফিকুর রহমান পাবনার উদ্দেশ্যে রওনা হবেন। এ সময় উল্লাপাড়া এলাকায় একটি পথসভায় তার উপস্থিতির সম্ভাবনা রয়েছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

 

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভায় সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম।