নির্বাচন কমিশন বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। আজ (১৭ জানুয়ারি) বাংলামোটর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছে। যা ২৪ পরবর্তী দেশে চলবে না। আমরা দেখেছি নির্বাচন কমিশন বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। আমরা কোনো সেটেল নির্বাচন হতে দিব না।
এসময় তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, বিগত সময়ে যারা সরকারে ছিল তারা দেশের নাগরিকদের অধিকার হরণ করতে চাইছে। আমরা কিন্তু আপনাদের কোথাও শান্তিতে থাকতে দিব না।
নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনারা যদি বিগত সরকারের মত নির্বাচন করতে চান তবে পরিণতি ভয়াবহ হবে। কোনো যেনতেন নির্বাচন করতে দেওয়া হবে না। বর্তমান কমিশনকে দেখতে পাচ্ছি তারা বড় দল বিএনপির দিকে হেলে পড়েছে। এটা স্বাধীন কমিশনের পরিপন্থী। তাই আমাদের সুস্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের প্রতি, আপনারা দায়িত্বশীল আচরণ করুন, সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী কোন কাজ করবে না।
আগামীকাল আপিলের শেষ দিন, তারা যদি ঋণ খেলাপি ও দৈত্য নাগরিকদের পার করে দেন তবে ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে।
শীর্ষনিউজ