Image description
 

করপোরেট জাকাত হিসাব ও শরিয়াহ কমপ্লায়েন্স নিশ্চিতকরণে অনুষ্ঠিত হয়েছে ‘বিজনেস জাকাত সেমিনার ২০২৬’। আইএফএ কনসালটেন্সি (IFAC) কর্তৃক আয়োজিত এই বিশেষ সেমিনারটিতে দেশের বিভিন্ন করপোরেট টপ এক্সিকিউটিভ, সিএফও, অ্যাকাউন্টিং পেশাজীবী এবং ব্যবসায়িক উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত অ্যারিস্টো টাওয়ারে অনুষ্ঠিত সেমিনারটিতে করপোরেট ব্যালেন্স শিট থেকে জাকাতযোগ্য সম্পদ নির্ধারণের বাস্তবধর্মী পদ্ধতি নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনা উপস্থাপন করা হয়।

আন্তর্জাতিক শরিয়াহ মানদণ্ড প্রণয়নকারী সংস্থা (AAOIFI) কর্তৃক প্রণীত জাকাত স্ট্যান্ডার্ড ও অন্যান্য আন্তর্জাতিক শরিয়াহ মানদণ্ড অনুসারে জাকাত হিসাবের জটিল বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য।

 

সেমিনারে অংশগ্রহণকারীরা মজুত পণ্যের মূল্যায়ন, পাওনা ব্যবস্থাপনা, সন্দেহজনক পাওনার জাকাত ট্রিটমেন্ট এবং জাকাতের সম্পদ থেকে বাদযোগ্য বিজনেস ঋণ এর প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।

 
 

এর মাধ্যমে করপোরেট আর্থিক প্রতিবেদন (অডিট রিপোর্ট) ও জাকাত হিসাবের মধ্যে সমন্বয় কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়েও স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

বিশিষ্ট শরিয়াহ স্কলার ও ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত প্যানেল সেশনগুলোতে করপোরেট জাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নির্ভুলতা এবং জবাবদিহিতার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন।

সেমিনারের শুরুতে IFAC-এর পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম স্বাগত বক্তব্যে করপোরেট জাকাত কমপ্লায়েন্সকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে অ্যারিস্টোফার্মা লিমিটেডের পরিচালক আহমেদ ইমতিয়াজ হাসান করপোরেট জাকাত ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক ও সামাজিক দায়িত্বের ওপর আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন, শরিয়াহসম্মত ও স্বচ্ছ জাকাত ব্যবস্থাপনা করপোরেট গভর্নেন্সকে শক্তিশালী করে এবং টেকসই সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখে।

এরপর IFAC-এর প্রধান শরিয়াহ কনসালটেন্ট মুফতি জুবায়ের আব্দুল্লাহ জাকাতযোগ্য সম্পদের বিশদ বিশ্লেষণ উপস্থাপন করেন। তিনি স্থায়ী সম্পদ ও চলতি সম্পদের জাকাত হিসাবের মৌলিক পার্থক্য শরিয়াহর দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন।

IFAC-এর পরিচালক ড. মুফতি ইউসুফ সুলতান যাকাতযোগ্য সম্পদ থেকে বিয়োগযোগ্য দায় বিশ্লেষণ ও করপোরেট জাকাত গভর্নেন্সের ওপর আলোকপাত করেন। এছাড়াও করপোরেট জাকাতের সামষ্টিক অর্থনৈতিক প্রভাব, দারিদ্র্য বিমোচনে এর সম্ভাব্য ভূমিকা নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন পরিচালক মো. মেজবাহ উদ্দিন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ উপস্থাপন করেন।