ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলমগীর খাঁর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসার বরাবর তাদের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগ দাখিল করেন। এতে অকথ্য ভাষায় মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়।
অভিযোগপত্রের সঙ্গে ফেসবুকের লিংকও সংযুক্ত করে দিয়েছেন রুমিন ফারহানা। এসব লিঙ্কে দুজনের ভিডিও বক্তব্য পাওয়া যায়।
অভিযোগপত্রে রুমিন ফারহানা উল্লেখ করেন, আলমগীর খাঁ ১১ জানুয়ারি শরীফপুর গ্রামে প্রয়াত বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলে তার নাম নিয়ে অসভ্য ও অকথ্য ভাষায় বক্তব্য দিয়েছেন।
ওই যুবদল নেতা বলেন- ‘রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই’। এছাড়া আরও অকথ্য ও মানহানিকর মন্তব্য করেছেন। একই আয়োজনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তার বক্তব্যে রুমিন ফারহানার পোশাক নিয়ে মন্তব্য করেন। ৪ জানুয়ারি আরেকটি আয়োজনে হাবিবুর রহমান বলেন- ‘রুমিন ফারহানা টিস্যু পেপার হয়ে গেছে। টিস্যু পেপার কোনো কাজে লাগে না।’
রুমিন ফারহানা অভিযোগে উল্লেখ করেন, এসব বক্তব্যের ফলে রুমিন ফারহানার সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রুমিন ফারহানা দাবি করেন, এসব মন্তব্য নির্বাচনি আচরণবিধি ভঙ্গের শামিল এবং এর কারণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।