Image description

পূর্বনির্ধারিত সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিশ্চিত করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও নির্বাচন সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডাকসু নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের ৩ সপ্তাহ আগে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার অপপ্রয়াস ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নেবে না।

রাতে গণমাধ্যমে পাঠানো ডাকসুর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও বাংলাদেশের সকল ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং পূর্বনির্ধারিত সময়ে শাকসু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আজ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন সচিবের সাথে ডাকসু নেতৃবৃন্দের ফলপ্রসূ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে আমরা স্পষ্ট করেছি যে, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের প্রতিটি ক্যাম্পাসে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে, তা বজায় রাখা একান্ত জরুরি। জাতীয় নির্বাচনের ৩ সপ্তাহ আগে ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করার যেকোনো অপপ্রয়াস ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নেবে না। আমাদের আলোচনার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন, নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে এবং তিনি এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

ডাকসুর বিবৃতিতে বলা হয়, আমরা শাবিপ্রবির উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেছি। তারাও শাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের  ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা চাই প্রত্যেক প্রার্থী যেন তাদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখেন এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সকল অংশীজন যেন পূর্ণ সহযোগিতা প্রদান করেন। একটি নিরাপদ গণতান্ত্রিক ক্যাম্পাস ও বাংলাদেশ  বিনির্মাণে ছাত্র সংসদ নির্বাচন সফলভাবে বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব। এই নির্বাচন সফলভাবে বাস্তবায়ন হওয়ার মাধ্যমে জুলাই প্রজন্মই বিজয়ী হবে।