‘বাংলাদেশপন্থী বামধারার’ নতুন রাজনৈতিক প্লাটফর্ম আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই প্লাটফর্মের সঙ্গে থাকছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা দুই নেতাও। উদ্যোক্তারা জানিয়েছেন, নাম নিয়ে এখনও আলোচনা চলছে। তবে ‘জনযাত্রা’, ‘পিপলস মার্চ’, ‘গণসফর’, ‘ইজতেহাদ’ কিংবা ‘পিপলস অ্যাকশন’; সম্ভাব্য নামের মধ্যে এগুলো আলোচনায় আছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্লাটফর্মটির অন্যতম উদ্যেক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ ঢাকা স্ট্রিমকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘এনসিপি থেকে বের হয়ে এই প্লাটফর্ম তৈরি হচ্ছে না। বরং এই প্লাটফর্ম তৈরির জন্য বহু আগে থেকেই আলাপ-আলোচনা চলমান ছিল। আবার এনসিপির সাবেক কয়েকজনও থাকবেন এই প্লাটফর্মে। তবে এনসিপি থেকে বের হয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে ব্যাপারটি সেরকম না।’
মামদূহ বলেন, ‘আগামী ১৬ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এই প্লাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা আসবে। একটি বাংলাদেশপন্থী বামধারার রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে প্লাটফর্মটি।’
এনসিপির সাবেক নেতাদের মধ্যে কারা থাকবে জানতে চাইলে তিনি বলেন, ‘এনসিপির সাবেক নেতা অনিক রায় ও তুহিন খান এই প্লাটফর্মের সঙ্গে থাকবেন। এছাড়াও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের (একাংশ) সহ-সভাপতি নাজিফা জান্নাত এবং ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুও থাকছেন এই উদ্যোগের সাথে।’
মামদূহ বলেন, ‘এখনই সরাসরি রাজনৈতিক দল হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ শুরু হচ্ছে। অন্তত এক বছর সময়কাল ধরে পলিসি ডায়ালগ, নাগরিকদের সংগঠিত করা, বিভিন্ন সামাজিক আন্দোলনে ভূমিকা রাখা এবং তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলার দিকে মনোযোগ দেব আমরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছয় মাস থেকে এক বছরের মধ্যে এটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ নেবে প্লাটফর্মটি।’
ছাত্র ইউনিয়ন ছেড়ে নতুন এই প্লাটফর্মে যুক্ত হচ্ছে কী না জানার জন্য মেঘমল্লার বসুকে কল করলে তিনি ফোন রিসিভ করেননি। তবে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য দীর্ঘদিন ধরেই একটি প্ল্যাটফর্ম গড়ার প্রস্তুতি চলছিল। ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ হবে।’
এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান কাছে নতুন উদ্যোগের বিষয়ে জানতে ফোন দিলেও তাঁকে পাওয়া যায়নি। তবে দলটির আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায় বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অনেকেই আমাদের প্লাটফর্মে থাকবেন।’