প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকে শরিয়াহভিত্তিক (সুদমুক্ত) ঋণ প্রদানের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে ড. আসিফ নজরুল এই সুসংবাদটি নিশ্চিত করেন।
উপদেষ্টা জানান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তার কথা হয়েছে এবং চলতি মাসের মধ্যেই এই কার্যক্রম চালু করা সম্ভব হবে। সরকারের এই দ্রুত পদক্ষেপের প্রতিক্রিয়ায় শায়খ আহমাদুল্লাহ একে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের পথ সুগম করার একটি কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।
উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরিয়াহভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, এই মাসের মধ্যেই এই কার্যক্রম চালু করা সম্ভব হবে।’ মূলত প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় প্রবাসী কল্যাণ ব্যাংক তাদের সেবা পদ্ধতিতে এই পরিবর্তন আনতে যাচ্ছে, যা প্রবাসীদের জন্য আর্থিক লেনদেনে ধর্মীয় ও নৈতিক স্বস্তি প্রদান করবে।
এদিকে শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পোস্টে উপদেষ্টার এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ দেয়ার দাবি তুলেছিলাম আমরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন। আমরা আনন্দিত যে, তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করেছেন এবং এক মাসের মধ্যেই প্রবাসী কল্যাণ ব্যাংকে শরিয়াহ উইং চালুর ঘোষণা দিয়েছেন। তাকে আন্তরিক ধন্যবাদ। এতে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের পথ কিছুটা হলেও সুগম হবে ইনশাআল্লাহ।'
তিনি আরও উল্লেখ করেন যে, আমরা প্রথমে শরিয়া উইং চালুর দাবি করলেও আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত প্রবাসীদের অনুষ্ঠান থেকে সর্বশেষ দাবি ছিল প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের জন্য সম্পূর্ণ সুদ বা মুনাফামুক্ত ঋণ কার্যক্রম চালু করার। আশা করি, পরবর্তী ধাপে সে উদ্যোগ নেয়া হবে।আপাতত শরিয়াহ উইং খোলার ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্টদের প্রতি।'