চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনের আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী রাশিদা আক্তার মিতুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ে হলফনামায় শনাক্তকারীর স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে তার মনোনয়নপত্র বৈধতা পায়।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রাশিদা আক্তার মিতু নির্বাচন কমিশনে আপিল করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন পর্যালোচনা শেষে মঙ্গলবার সকালে কমিশন তা মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় রাশিদা আক্তার মিতু বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আমরা ন্যায়বিচার পেয়েছি। তরুণ সমাজের প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত রাজনীতির লক্ষ্যেই আমার এই পথচলা।’
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন এবং এলাকার তরুণ ভোটারদের সঙ্গে আরও বেশি সংযোগ স্থাপন করবেন।
উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও পরবর্তী সময়ে আপিলের মাধ্যমে কয়েকজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। রাশিদা আক্তার মিতুর মনোনয়ন বৈধ ঘোষণায় এ আসনের নির্বাচনী প্রতিযোগিতা আরও গতিশীল হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।