জামায়াতের নায়েবে আমির রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, নির্বাচনি মাঠে প্রশাসন এখনো অগোছালো, তারা ঠিকমতো কাজ করতে পারছে না।
বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার রুমে মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ইসিকে আরো নিরপেক্ষ হতে হবে। প্রশাসনকে সঠিকভাবে কাজ করার জন্য মাঠে নামাতে হবে। যেভাবে প্রশাসন এখন মাঠে কাজ করছে এভাবে চলতে থাকলে নিরপেক্ষ ভোট হওয়া কঠিন হয়ে পড়বে।
নির্বাচন নিয়ে কোন শঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এটিএম আজহার বলেন, নির্বাচন নিয়ে আশঙ্কা তো থেকেই যায়। কারণ শরীফ ওসমান হাদির মতো অরাজনৈতিক একজন বিপ্লবী ছেলে এই নির্বাচনের কারণেই শহীদ হতে হয়েছে।
ইসি নির্বাচনি মাঠে প্রার্থীদের বিষয়ে এখনও কী ব্যবস্থা নিয়েছেন সে বিষয়টি স্পষ্ট নয়। নির্বাচন কমিশনকে প্রার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে আরো কঠোর হতে হবে, তা না হলে হাদির মতো ঘটনা আরো ঘটার সম্ভাবনা থেকেই যায়।
এ সময় উপস্থিত ছিলেন, তার নির্বাচনি এলাকা বদরগঞ্জ উপজেলা আমির কামারুজ্জামান, তারাগঞ্জ উপজেলা আমির আলমগীর হোসেনসহ দলের নেতারা।