ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। স্থাবর-অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মোট সম্পদ এক কোটি ৮৫ লাখ টাকা। তার স্ত্রী ডা. হাবিবা চৌধুরীর রয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা। স্বামী-স্ত্রী দুজনে পেশায় চিকিৎসাসেবা উল্লেখ করেছেন।
হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৩৫টি মামলা হয়েছিল। তবে এসব মামলার বেশির ভাগই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার অথবা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব মামলার কোনোটি তার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা নয় বলে হলফনামায় ঘোষণা দেওয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন।
সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নামে মোট ১০ শতক কৃষি জমি এবং ১৫ শতক অকৃষি জমি রয়েছে। যার অর্জনকালীন মূল্য ২২ লাখ ১৬ হাজার টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ০.৮ একর ১৫ কাঠা জমি। যার মূল্য উল্লেখ করা হয়েছে ৩২ লাখ ৫৬ হাজার ৮৬৫ টাকা।
স্ত্রীর নামে বাড়ি রয়েছে ৩টি, যার মূল্য ৩ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা। স্থাবর সম্পত্তি সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের রয়েছে ১ কোটি টাকা এবং তার স্ত্রীর রয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা ।
ব্যাংকে তার স্ত্রীর নামে জমা রয়েছে প্রায় ৭ লাখ ৫৯ হাজার ১৩২ টাকা। এর পাশাপাশি এক্সিম ব্যাংকের গুলশান শাখায় ৯ লাখ ৪৬ হাজার ৪৬৭ টাকা এবং সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসাবে ৩ হাজার ৪৮৫ টাকা রয়েছে। সঞ্চয়পত্র ৪ লাখ ১ হাজার ৫৯৬ টাকা। বর্তমানে স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭০ লাখ টাকা।
সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের হাতে নগদ অর্থ রয়েছে ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা। আর স্ত্রীর আছে নগদ ২১ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা। সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান হওয়ার কারণে মেডিক্যাল কলেজের নামে ৩ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকার কুমিল্লা এক্সিম ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে।
স্ত্রীর নামে ইসলামী ব্যাংকে ৯ লাখ ৪ হাজার ১০৭ টাকা, আল আরাফা ব্যাংক ১ লাখ ৪৪ হাজার ২৬৯ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক ২৭ লাখ ২ হাজার ৩৪৭ টাকা ঋণ রয়েছে।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা গ্রামের বাসিন্দা ডা. তাহের। তার পিতা প্রয়াত সৈয়দ মোদেরুল হক চৌধুরী। মাতা আকসিরে জাহান চৌধুরী।