Image description

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন না পেয়ে দলের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল হক জয় আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি কিশোরগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সভাপতি মো. কবির হোসাইন মনোনয়নপত্র কেনার পরও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে শেষ দিনে তার মনোনয়নপত্র দাখিল করেননি। কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক দলের জোটের কারণে তাকে ছাড় দিতে হয়েছে।

জোটের দল বাংলাদেশ খেলাফত মজলিস দলের প্রার্থী আতাউল্লাহ আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন। জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আইনজীবী মোহাম্মদ আয়ূব হুসেন।

এ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমসহ মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্য বিভিন্ন দলের প্রার্থী থাকলেও এনসিপির নেতা শরীফুল হক জয় একমাত্র স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি একজন ছাত্রনেতা। জুলাই আন্দোলন ও ৫ আগস্টের পর ভৈরবে তার ভূমিকা ছিল সরব রাজনীতি।

এ বিষয়ে শরীফুল হক জয় বলেন, এনসিপি থেকে ৩০ জন প্রার্থী দিয়ে জামায়াতের সঙ্গে জোটে গেছে। তাই প্রার্থী নিয়ে জটিলতা দেখা দিতে পারে। তাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে এ বিষয়ে কথা বলেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. কবির হোসেন জানান, আমাদের দল জোট করার কারণে বাংলাদেশ খেলাফত মজলিস দলের প্রার্থী আতাউল্লাহ আমিনকে মনোনয়ন দিয়ে তাকে সমর্থন করা হয়। এ কারণে আমি মনোনয়নপত্র জমা দেইনি। আমরা নির্বাচনে তার পক্ষে কাজ করব।