বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক। দক্ষিণ এশিয়ার দুই বৈরি প্রতিবেশীর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা আজ বাংলাদেশে করমর্দন ও কুশল বিনিময় করেছেন।
পাকিস্তানের জাতীয় সংসদের সেই পোস্টে আরও বলা হয়, ‘২০২৫ সালের মে মাসে পাকিস্তান-ভারত সংঘর্ষের পর এই আলাপচারিতাই ভারতের পক্ষ থেকে প্রথম উল্লেখযোগ্য উচ্চস্তরের যোগাযোগের সূচনা। উল্লেখ্য, পাকিস্তান ক্রমাগতভাবে আগ্রাসন এবং উত্তেজনা রোধ করার জন্য শান্তি আলোচনা এবং কথিত ‘ফলস ফ্ল্যাগ পহেলগাম’ ঘটনার যৌথ তদন্তের প্রস্তাবসহ সংলাপ, সংযম এবং সহযোগিতামূলক পদক্ষেপের উপর জোর দিয়ে আসছে।’
ভারতের পক্ষ থেকে অবশ্য এখনো এই আলাপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।