সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ বিদায় জানাতে ঢাকায় এসেছেন বেশ কয়েকটি দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা। এরমধ্যে আছেন পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
গত মে মাসে এ দুই দেশের মধ্যে টানা চারদিন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক তলানিরও নিচে চলে যায়। এমন সময়ই ঢাকায় আজ বুধবার (৩১ ডিসেম্বর) দেখা হয়ে গেছে দুই বৈরি দেশের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর।
একাধিক ছবি ও ভিডিওতে দেখা গেছে, তারা দুজন একে-অপরের হাত ধরে আছেন এবং কথা বলছেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, খালেদা জিয়ার জন্য তৈরি করা শোক বইতে স্বাক্ষর করতে যাওয়ার পর এস জয়শঙ্কর নিজ থেকে তাদের স্পিকারের কাছে এগিয়ে যান এবং কথা বলেন। ওই সময় এস জয়শঙ্কর স্পিকার সরদার আয়াজ সাদিককে বলেন ‘আপনাকে আমি চিনতে পেরেছি’।
এ ব্যাপারে পাকিস্তানের জাতীয় পরিষদ বলেছে, “বিভিন্ন দেশের প্রতিনিধি ও পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার শোক বইয়ে বার্তা লেখতে যাওয়ার পর স্পিকার সরদার আয়াজ সাদিকের কাছে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পিকারের সঙ্গে হাত মেলান। ভারতের মন্ত্রী তার পরিচয় দিয়ে স্পিকারকে বলেন তিনি তাকে চিনতে পেরেছেন।”
“২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের পর এটি ছিল ভারতের পক্ষ থেকে প্রথম কোনো উচ্চপর্যায়ের যোগাযোগ। উল্লেখযোগ্য যে, বিনা উস্কানিমূলক উত্তেজনা রোধে পাকিস্তান সবসময় আলোচনা, সংযম ও সহযোগিতামূলক সম্পর্ককে গুরুত্ব দিয়েছে— যারমধ্যে আছে শান্তি আলোচনার প্রস্তাব এবং পেহেলগাম হামলার যৌথ তদন্ত।”